Skip to content
লক্ষী ভান্ডারের টাকায় লক্ষ্মীপূজো

লক্ষী ভান্ডারের টাকায় লক্ষ্মীপূজো

Reported By : Binay Roy ১৪ ই জানুয়ারি, শনিবার, মুর্শিদাবাদের নবগ্রাম থানার রাইনদা গ্রামে লক্ষ্মী ভান্ডারে টাকা পেয়ে উৎসাহিত হয়ে মহিলা কমিটির উদ্যোগেই হচ্ছে পৌষ সংক্রান্তি উপলক্ষে লক্ষ্মীপুজো। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লক্ষী ভান্ডার চালু হওয়ায় উৎসাহিত গ্রামের মহিলারা। সেই লক্ষী ভান্ডারের টাকা নিয়েই আজকে তারা লক্ষ্মী পূজার আয়োজন করেছে। প্রায় ৬০ বছরের পুরোনো পূজো। প্রত্যেকবার ছেলেরাই ওই পুজোর আয়োজন করে, কিন্তু এবার লক্ষী ভান্ডারের টাকা পেয়ে উৎসাহিত হয়ে লক্ষী ভান্ডারের টাকা প্রত্যেক মাসে কিছু কিছু করে জমিয়ে রেখে আজকে মহিলারা ওই পুজো কমিটির দায়িত্ব নিয়েছেন। মহিলা কমিটির একটাই দাবি, তারা যেন প্রশাসনিক সহযোগিতা একটু পায়।

Leave a Reply

error: Content is protected !!