Reported By : Binay Roy
১৫ ই জানুয়ারি, রবিবার, মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ ১৬ কেজি গাঁজা সহ ১ গাঁজা কারবারিকে গ্রেপ্তার করে। শনিবার রাত ৮ টা নাগাদ মুর্শিদাবাদের সুতির ৩৪ নং জাতীয় সড়কের ধলামোড় থেকে উদ্ধার করা হয় ব্যাগ ভর্তি গাঁজা। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবকের নাম রাজবীর প্যাটেল উরফে রাজা কুমার, তার বাড়ি বিহারের পাটনা জেলার মেহেদিগঞ্জের আদামগুয়া গ্রামে। ত্রিপুরা থেকে গাঁজা গুলি নিয়ে এসে সুতির ধলার মোড়ে হাত বদলের জন্য দাঁড়িয়েছিল। ঠিক সেই সময়ে গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার পুলিশ হাতে নাতে ধরে কারবারিকে। বিডিও সমিরন কৃষ্ণ মন্ডলের উপস্থিতিতে গাঁজা গুলিকে সিজ করে পুলিশ। এরপর ধৃতকে রবিবার জঙ্গিপুর মহুকুমা আদালতে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।