Reported By : Masud Rana
১৭ ই জানুয়ারি, মঙ্গলবার, সৌদি আরবে কাজ করতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ডোমকলের এক পরিযায়ী শ্রমিকের। পেটের টানে সৌদি আরবে কাজ করতে গিয়েছিলেন মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা আক্তারুল মন্ডল। তবে সৌদি আরব থেকে তার আর ফিরে আসা হল না। সৌদি আরবেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই ব্যক্তির। তার মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে পরিবারের পাশাপাশি গ্রামবাসী। শোকে স্তব্ধ হয়ে গিয়েছে আত্মীয়স্বজন। কফিন বন্দি দেহ ফেরার অপেক্ষায় পরিবারের সদস্যরা। তবে আদৌ কি ফেরাতে পারবে সৌদি আরব থেকে আক্তারুলের মৃতদেহ। অনেক স্বপ্ন নিয়ে সৌদি আরবে গিয়েছিল আক্তারুল । কাজ করে রোজগার করবে, ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করবে। তার ছেলে যেন তার মতো পরিযায়ী শ্রমিক না হয়। কোথায় হারিয়ে গেল সেই স্বপ্ন। সব স্বপ্ন পরিবারের কাছে এক দুঃস্বপ্নের মতো মৃত্যুর খবর এসে পৌঁছাল। দিশেহারা হয়ে গেল পরিবার। শেষ দেখা দেখতে পেল না ছেলে-মেয়ে স্ত্রী মা বাবা আপনজনেরা। কিভাবে যে তার মৃত্যু হয়েছে । মৃত্যুর সময় কতটা কষ্ট পেয়েছে। সেসব কথা ভাবতে ভাবতে পরিবারের লোকজন স্তব্ধ হয়ে গিয়েছে। তবে এখন প্রহর গুনছে কিভাবে ফেরানো যায় তার মৃতদেহ । শেষ কৃত্যটা যদি এখানে করা যেত হয়তো পরিবারের লোকজনের মনে একটু শান্তি হত।