Skip to content
বাংলায় এবার সাগর থেকে পাহাড় যাত্রা

বাংলায় এবার সাগর থেকে পাহাড় যাত্রা

Reported By : মোহাম্মদ জাকারিয়া
১৯ জানুয়ারি, বৃহস্পতিবার, করণদিঘী বিধানসভার বোতলবাড়ি থেকে রসাখোয়া পর্যন্ত পদযাত্রা হয়। জানা যায় 20ই জানুয়ারি ইসলামপুর - চোপড়ায় এই পদযাত্রাটি শেষ হবে। সাধারণ মানুষ নিপীড়িত, সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব, বেকার শিক্ষিত যুবক যুবতীদের চাকরীর দাবীতে, দুর্নীতিগ্রস্ত প্রশাসনের বিরুদ্ধে এই পদযাত্রা হয় বলে কংগ্রেস সূত্রে জানা যায়।

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা লোকসভায় কংগ্রেস দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী, সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাসমুন্সী, পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটির সভাপতি আজাহার মল্লিক, জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আলী ইমরান রমজ (ভিক্টর), পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটির সম্পাদক সাহিল নায়াজ, জেলা যুব কংগ্রেস সভাপতি সামসাদ আলম সহ অন্যান্য প্রদেশ ও জেলা কংগ্রেস নেতৃত্ব, জেলার এই পদযাত্রায় উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন ভারতবর্ষে বিভাজনের রাজনীতি চলছে, সাম্প্রদায়িকতার রাজনীতি চলছে, তাকে মোকাবিলা করার জন্য রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়া যাত্রা শুরু হয়েছে। যার মূল কথা ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করতে হবে। ভারতবর্ষে বিভাজন নয় সম্প্রীতিক, মৈত্রী ভাতৃত্বের বন্ধনকে অটুট রাখতে হবে। জেলার কংগ্রেস নেতা আলী ইমরান রমজ (ভিক্টর) বলেন ভারত জোড়া যাত্রা কোন নির্বাচনকে কেন্দ্র করা হয়নি। ভারতের যে পরিস্থিতি আছে বিদ্বেষের রাজনীতি, বিজেপির দ্বারা সারাদেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিভাজন করে রাজনীতি করার যে চক্রান্ত সারাদেশ জুড়ে চলছে। তার বিরুদ্ধে ভারত জোড়া যাত্রা করা হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!