Reported By : Binay Roy
২০ শে জানুয়ারি, শুক্রবার, হরিহরপাড়া থানার কুমড়োদহ ঘাট সংলগ্ন এলাকায় কন্যা যাত্রী বাস উল্টে আহত ৭ জন। স্থানীয় সূত্রে জানা যায়, নওদা থেকে একটি কন্যাযাত্রী বাস বহরমপুরের দিকে যাচ্ছিল। রাত্রি দুটো নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে চারটি দোকান ভেঙে রাস্তার মাঝে উল্টে যায় ওই যাত্রী বোঝাই বাসটি। বিকট আওয়াজ শুনে এলাকার মানুষজন ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, ওই বাসে ৫০-৫৫ জন যাত্রী ছিল। তার মধ্যে সাতজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে জানা যায়। কিভাবে দুর্ঘটনা ঘটল তদন্ত শুরু করেছে পুলিশ। বারংবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রকম সচেতনমূলক মাইকিং প্রচার করা হচ্ছে। তারপরেও মানুষ কেন এখনো সচেতন নয় তা নিয়েই উঠছে প্রশ্ন।