Reported By : Masud Rana
২৩ শে জানুয়ারি, সোমবার, ইসলামপুরে ১৪৬ বছরের প্রাচীন চক ইসলামপুর এস সি এম হাই স্কুলের ১৯৯৫ ব্যাচের ক্লাস ফাইভ ও ২০০১ ব্যাচের মাধ্যমিকের ছাত্ররা সম্মিলিত চেষ্টায় সফল ভাবে প্রথম বছরের প্রাক্তনী পুনর্মিলন আয়োজন করল। মুর্শিদাবাদের সিল্ক-খাদির তালুক ইসলামপুরের প্রাচীন এই বিদ্যালয়ের ১৯৮৩ সালের মাধ্যমিকের ব্যাচের অগ্রজেরা অনিয়মিত ভাবে বহরমপুরে পুনর্মিলন আয়োজন করলেও এই প্রথম ইসলামপুরে এধরনের আয়োজন করা হল। বন্ধুত্ব হোক শাশ্বত- এই স্লোগান তুলে রবিবার ২২ শে জানুয়ারি ইসলামপুরের গোয়াস কিষানমাণ্ডি সংলগ্ন এলাকায় মনোরম পরিবেশে মিলিত হন এলাকার তরুনেরা। প্রায় ২২ বছর পর একে অপরের সাথে মিলিত হয়ে যেমন অতীতের তিক্ত-মধুর ও মজার স্মৃতি চারণ করলেন প্রাক্তনেরা তেমনি দেখা গেল নিবিড় সম্প্রীতির উদযাপন ও সৌহার্দের আলিঙ্গন। আগামীতে অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করার অঙ্গীকার বদ্ধ হলেন ইসলামপুর হাইস্কুলের ওই প্রাক্তনীরা।