প্রকাশিত হলো আয়ুশমি ফিল্মস এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের এ বছরের ক্যালেন্ডার

প্রকাশিত হলো আয়ুশমি ফিল্মস এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের এ বছরের ক্যালেন্ডার

কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেখানে বছরের শুরু থেকে বছরের শেষ দিন পর্যন্ত বিশেষ বিশেষ দিনকে উল্লেখ করে একেবারে বাঙালিয়ানায় তৈরি করা হয়েছে এবছরের ক্যালেন্ডার। বর্তমানে পাশ্চাত্য শিল্পকলার মাঝে একেবারে ভিন্ন স্বাদের হারিয়ে যাওয়া বাঙালির রীতিনীতি উৎসব অনুষ্ঠান সবটাকে তুলে ধরা হয়েছে গোটা ক্যালেন্ডার জুড়ে।

আয়ুশমী ফিল্ম এবং টেলিভিশন ইন্সটিটিউটের পক্ষ থেকে কলকাতা প্রেসক্লাবে এদিন প্রকাশিত হয়ে গেলো এবছরের ক্যালেন্ডার। বাঙালিয়ানা ভাবনা নিয়ে গোটা ক্যালেন্ডার দিয়ে এ বছর সাজিয়ে তোলা হয়েছে। নতুন নতুন মুখ মডেল শিল্পীদের নিয়ে অভিজিৎ সাঁতরার প্রযোজনায় সেজে উঠেছে বারো মাসের সমস্ত উৎসব অনুষ্ঠান নিয়ে তৈরি করা গোটা ক্যালেন্ডারটি। ক্যালেন্ডারের শুরুতেই বীণাপাণি দেবী আরাধনার উৎসবের থিম নিয়ে প্রথম পাতা। মার্চ মাস বসন্ত কাল । রঙের খেলা এই ভাবনা যেমন তুলে ধরা হয়েছে ক্যালেন্ডারের পাতাতে। তেমনই এপ্রিল মাসে বাংলা মাসের শুরু । পয়লা বৈশাখ উৎসবের ভাবনা নিয়ে সাজানো হয়েছে । অক্টোবর মানে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার মাস। আরে দুর্গাপুজো উৎসবকে মাথায় রেখে ক্যালেন্ডারের এই মাসের পাতাকে সাজিয়ে তোলা হয়েছে। এই ভাবেই গোটা ক্যালেন্ডারটি জুড়ে প্রতিটি মাসের বিশেষত্ব এবং বিশেষ দিন উল্লেখ করে বাঙালিয়ানা সাজে প্রত্যেক মডেলকে সাজিয়ে সেদিন এ ক্যালেন্ডার তৈরি করা হয় আয়ুশমি ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট এর পক্ষ থেকে। অভিনয় জগতে কিংবা মডেলিংয়ের জগতে যে সমস্ত কলাকৌশলীরা নিজেদের প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছে তাদের স্বপ্নপূরণে নিজেদের সু প্রতিষ্ঠিত করে তুলতে আয়ুশমি ফিল্মস এন্ড টেলিভিশন ইনস্টিটিউট বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে । শুধু তাই নয় সারা বছর নানা রকম ফটোশুট কিংবা ক্যালেন্ডার শুটের মধ্যে দিয়ে তাদের নিজেদের আত্মপ্রকাশ এর সুযোগ করে দিয়ে থাকে অভিজিৎ সাঁতরা। এইভাবে আগামী দিনেও নতুন নতুন ভাবনা নিয়ে আয়ুশমি ফিল্মস এন্ড টেলিভিশন ইনস্টিটিউট নিজেদের নানা রকম কাজ প্রকাশ করবে। এমনটাই বললেন ইনস্টিটিউটের ডাইরেক্টর অভিজিৎ সাঁতরা। এদিন কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় আয়ুস মি ফিল্মস এন্ড ইনস্টিটিউট এর পরিচালনায় এই বছরের ক্যালেন্ডার। যেখানে ক্যালেন্ডারে অভিনয় করা সকল কলাকুশলীরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

error: Content is protected !!