Reported By : Binay Roy
২৫ শে জানুয়ারি, বুধবার, বহরমপুর শহরে জল সরবরাহ পাইপ লাইনের কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যুর তীব্র নিন্দা করলেন অধীর চৌধুরী। বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বহরমপুর সৈদাবাদ রাজবাড়ী ঘাট সংলগ্ন ঘটনাস্থলে পৌঁছান। সমস্ত দিক খতিয়ে দেখে অধীর চৌধুরী জানান, তিনি ইতিমধ্যেই জেলাশাসককে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন। মুর্শিদাবাদ জেলাশাসক তাকে কথা দিয়েছেন যে কাজ বন্ধ রাখা হবে। তিনি আরো বলেন, কোনো সাবধানতা অবলম্বন করে কাজ করা হচ্ছিল না এখানে। তাই এখানে রমজান শেখের জ্যান্ত কবর হয়েছে। গুরুত্বপূর্ণ এই রাস্তায় সাবধানতা অবলম্বন করে রাত্রে কাজ করা প্রয়োজন। কিন্তু সেই সমস্ত দিকে গুরুত্ব না দিয়েই এইসব কাজ করা হয়। প্রয়োজন হলে তিনি আইনি ব্যবস্থা নেওয়ারও চেষ্টা করবেন।