Skip to content
জেলা ইমাম মুয়াজ্জিন সংগঠনের সহায়তায়, দীন দয়াল উপাধ্যায় কর্ম সংস্থান যোজনা বহরমপুর বিজ্ঞান মঞ্চে

জেলা ইমাম মুয়াজ্জিন সংগঠনের সহায়তায়, দীন দয়াল উপাধ্যায় কর্ম সংস্থান যোজনা বহরমপুর বিজ্ঞান মঞ্চে

Reported By : Masud Rana ২৫ শে জানুয়ারি, বুধবার, শুধু ইমামতি করা নয়, বন্ধু হিসেবে সমাজসেবার কাজ করতে পারে ইমাম মুয়াজ্জিনরাও। অল বাংলা ইমাম মুয়াজ্জিন এ্যাসোসিয়েশন এন্ড চেরিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা কমিটি তেমনই নিদর্শন রাখতে চলেছে। বুধবার বহরমপুর বিজ্ঞান মঞ্চ সভাকক্ষে জেলা ইমাম মুয়াজ্জিন সংগঠনের সহায়তায় কেন্দ্র সরকারের দীন দয়াল উপাধ্যায় কর্ম সংস্থান যোজনা এবং রাজ্য সরকারের উৎকর্ষ বাংলার জব পার্টনার সেফ এডুকেট সংস্থার যৌথ উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ১৫০ জন বেকার যুবক-যুবতীদের নিয়ে প্রশিক্ষণের পর চাকরি সংক্রান্ত একটি সেমিনার অনুষ্ঠিত হল। এদিনের প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য ও জেলা ইমাম মুয়াজ্জিন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দীন বিশ্বাস, শ্রীপত সিং কলেজের প্রাক্তন প্রিন্সিপাল শামসুজ্জামান বিশ্বাস, সৌগত ভুঁইয়া, অঙ্কিতা বসাক, মাওলানা ইয়াকুব আলী, সমাজসেবী বাবর আলী, সমাজসেবী ওসমান গনি, মুহায়মিন সেখ প্রমুখ ব্যক্তিবর্গ।

Leave a Reply

error: Content is protected !!