Skip to content
সিপিআইএম উত্তর জেলা কমিটির  মিছিল

সিপিআইএম উত্তর জেলা কমিটির মিছিল

 

সিপিআইএম ত্রিপুরা রাজ্য পার্টি অফিস দশরথ ভবন আজ দুপুরে বিজেপি আর এস এস পক্ষ থেকে সিপিআইএম ত্রিপুরা রাজ্য পার্টি অফিসের সামনে থাকা গাড়ি পুড়িয়ে দেওয়া হয় পার্টি অফিসে ভাঙচুর করা হয় বিজেপি সরকার আসার পর থেকে সিপিএম কর্মী সমর্থক পার্টির নেতৃত্বে উপরে আক্রমণ ক্রমাগতভাবে বেড়ে চলেছে এবার রাজ্য পার্টি অফিসে আক্রমন চালালো তারা এর প্রতিবাদে সিপিআইএম পানিহাটি এক নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে ধিক্কার প্রতিবাদ মিছিল সংঘটিত হলো এরিয়া কমিটির অফিস থেকে মিছিল শুরু হয় সোদপুর স্টেশন রোড ধরে বিটি রোড ট্রাফিক মোড় হয়ে সুখচর বাজার হয়ে আবার বিটি রোড হয়ে সোদপুর মধ্যমগ্রাম রোড হয়ে 1 নম্বর এরিয়া কমিটির অফিসের সামনে শেষ হয় সংক্ষিপ্ত সভায় সেখানে বক্তব্য রাখেন অনির্বাণ ভট্টাচার্য এবং কিছুক্ষণের জন্য সোদপুর স্টেশন রোড অবরোধে মিছিলে উপস্থিত ছিলেন পানিহাটি বামফ্রন্টের আহ্বায়ক দুলাল চক্রবর্তী সিপিআইএম উত্তর জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য অদ্বৈত পাল এবং মানিক পাল সিপিআইএম কর্মী-সমর্থকরা এবং ছাত্র যুব মহিলা কর্মী-সমর্থকরা এই প্রতিবাদ ধিক্কার মিছিল এ পা মেলান

Leave a Reply

error: Content is protected !!