Reported By : Masud Rana
২৮ শে জানুয়ারি, শনিবার, মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকায় চেম্বার খুড়তে গিয়ে মাটি চাপা পড়ে গুরুতর আহত এক যুবক। ঐ যুবকের নাম বিশ্বজিৎ মন্ডল (25)। ওই ঘটনার পর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা যায়, বাড়ি সাগরপাড়ার চক চৌতন্য এলাকা থেকে মাটি কেটে চেম্বার তৈরির কাজে যায় সাগরপাড়া এলাকায়। সেখানে সকাল থেকে মাটি কেটে বেশ খানিকটা গর্তও করে। দুপুরের দিকে হঠাৎ হুড়মুড়িয়ে মাটির ধ্বস পড়ে মাটি চাপা পড়ে ঐ যুবক। তখনই সাথে সাথেই সহকর্মীরা তাকে মাটি সরিয়ে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয় সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।