ডোমকলে শুট আউটের ঘটনায় গ্রেফতার তিন

ডোমকলে শুট আউটের ঘটনায় গ্রেফতার তিন

Reported By : Masud Rana ২৮ শে জানুয়ারি, শনিবার, ডোমকলে শুট আউটের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল ডোমকল থানার পুলিশ। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে জানান অতিরিক্ত পুলিশ সুপার লালবাগ অসিম খান। উল্লেখ্য, শুক্রবার সন্ধায় ডোমকলের বাজিতপুর সেখপাড়া এলাকায় দুষ্কৃতীরা গুলি চালায়। লক্ষভ্রষ্ট হয়ে ঐ গুলিতে গুলিবিদ্ধ হয় এক যুবক। ঐ যুবকের নাম সমীরুদ্দীন সেখ (20)। ঘটনার পরপরই একটা ষ্কুটিতে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। পরে ঘটনার তদন্তে নেমে ঐ এলাকার আব্দুস সামীনকে সাময়িক জিজ্ঞেস করে একজনের নাম পায়। তারপরেই মুর্শিদাবাদের লালবাগ এলাকা থেকে ডোমকলের রমনা সেখপাড়ার যুবককে গ্রেফতার করে পুলিশ। তারপর বহরমপুর থানা এলাকা থেকে আরোও দুজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম, ইন্নাল সেখ, কায়েস সেখ এবং মাসাদুল সেখ। ধৃতদের বাড়ি ডোমকলের রমনা সেখপাড়া, বহরমপুরের হাতিনগর এবং কুতবাপুকুর এলাকায়। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আসল কারণ খোজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!