Skip to content
দোকানের ক্যাশবাক্স থেকে চুরি হয়ে গেল নগদ প্রায় ৯৫ হাজার টাকা

দোকানের ক্যাশবাক্স থেকে চুরি হয়ে গেল নগদ প্রায় ৯৫ হাজার টাকা

Reported By : Masud Rana ২৮ শে জানুয়ারি, শনিবার, মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগানপাড়া এলাকায় একটি কীটনাশক এবং জৈব সারের দোকান থেকে প্রায় ৯৫ হাজার টাকা ক্যাশ এবং কিছু দামী কীটনাশক চুরি হয়ে যায়। ওই দোকানের মালিক ছিলেন শুভময় মন্ডল। শুভময় মন্ডল বলেন, 'প্রত্যেক দিনের মতো এই দিনও আমি আমার দোকান ঠিক টাইম মতো বন্ধ করি এবং বাড়ি চলে যাই। আর দোকানে যা কিছু কেনাকাটি হত সেই সব টাকা-পয়সা আমি গুনে দোকানে রেখে দিতাম। কিন্তু আজ সকালবেলায় দোকান খুলবার আগে দেখি যে আমার দোকানের পিছন দিকে একটি বড় দড়ি ঝোলানো আছে এবং আমার স্ত্রী প্রত্যেকদিন আমার দোকানের সামনের দিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। সেও তখন ওই দড়িটিকে ঝুলন্ত অবস্থায় দেখে এবং সন্দেহ হওয়াতে সে আমাকে বাড়িতে ডাকতে যায়। আমি এসে আমার দোকান তখন খুলি তড়িঘড়ি করে তারপর দেখি আমার দোকানের পাশের ঘরটার উপরে যে টিনের চালাটা দেওয়া ছিল সেই টিনের চালাটিকে কিছু একটি ধারালো অস্ত্র দিয়ে কেটেছে। তারপর ভিতরে আমার যে ক্যাশ বাক্সটি সেগুলো সব খোলা ছিল এবং তাতে খুচরো কিছু কয়েন এবং নগদ ৯৫ হাজার টাকা ক্যাশ চুরি হয়ে যায় এবং দামি কিছু কীটনাশকও চুরি হয়ে যায়। আমার দোকানের ভিতরে এবং বাইরে যে সব সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল তাতে গিয়ে সেই ভিডিও ফুটেজে দেখি চোরটি নামছে ওই টিনের চালার ভিতর দিয়ে একটি দড়ি ফেলে তারপরে সে দোকানের ভিতরে ঢুকে আমার ক্যাশ বাক্সর লক ভেঙ্গে সেখান থেকে নগদ টাকা এবং কীটনাশক চুরি করে নিয়ে পালায়। আমি তৎক্ষণাৎ আজিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানায় এবং পুলিশ প্রশাসন আসার পর সেটি কি এখন খতিয়ে দেখছেন। কে বা কারা করালো? এইরকম দুঃসাহসিক চুরি'।

Leave a Reply

error: Content is protected !!