সোমবার জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করা হল মুর্শিদাবাদ জেলা বামফ্রন্টের পক্ষ থেকে। বামফ্রন্টের নেতারা এদিন বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা করেন। এদিন দুপুরে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে সদস্যরা জানিয়েছেন, জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয় সেদিকে পুলিশ প্রশাসন যেন দৃষ্টি দেয় ও জেলা জুড়ে যে সব অবৈধ অস্ত্র রয়েছে, সে সব বাজেয়াপ্ত করা, এবং গত ২৩ জানুয়ারি ইসলামপুরে নেতাজির মূর্তিতে মালা দেওয়াকে কেন্দ্র করে দুস্কৃতিদের হামলায় আহত হোন ফরওয়ার্ড ব্লক সম্পাদক সহ অন্যান্যরা। ঘটনার মূল দোষীকে গ্রেফতার করা হোক বলে বামফ্রন্টের পক্ষ থেকে এদিন পুলিশ সুপারের কাছে দাবি জানানো হয়।