মুর্শিদাবাদ শিক্ষা ভবনে আসলেন চার সদস্যের সি আই ডি টিম

মুর্শিদাবাদ শিক্ষা ভবনে আসলেন চার সদস্যের সি আই ডি টিম

Reported By : Binay Roy ৩১ শে জানুয়ারি, মঙ্গলবার, মুর্শিদাবাদ জেলা সুতি ব্লকের গোঠা হাইস্কুলের শিক্ষক দুর্নীতির তদন্তে পুনরায় মুর্শিদাবাদ শিক্ষা ভবনে আসলেন চার সদস্যের সি আই ডি টিম। এদিন সি আই ডি টিম শিক্ষা ভবনে এসে ডি আই অমর শীলের সঙ্গে কথা বলেন। এদিন ডিআই অমরবাবু জানিয়েছেন, সিআইডি টিম এসেছিল এবং সুতির গোঠা হাই স্কুলের শিক্ষক দুর্নীতি নিয়োগের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই নিয়ে বহরমপুর শিক্ষা ভবনে সি আই ডি টিম দুই দুবার আসলো বলে জানা গিয়েছে।

Leave a Reply

error: Content is protected !!