ফের ডোমকলে আবাস যোজনার ঘর পরিদর্শনে কেন্দ্রীয় তদন্তকারী দল

ফের ডোমকলে আবাস যোজনার ঘর পরিদর্শনে কেন্দ্রীয় তদন্তকারী দল

Reported By : Masud Rana ১ লা ফেব্রুয়ারি, বুধবার, ডোমকলে আবাস যোজনার ঘর পরিদর্শনে এলেন কেন্দ্রীয় তদন্তকারী দল। এবার গাড়িতে নয়, বাইকে করে এলাকায় এলাকায় গিয়ে পরিদর্শন করেন তারা। বুধবার ডোমকলের ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের নিশ্চিন্তপুর, মমিনপুর, সাহেবপাড়া, বৈষ্ণবপাড়া সহ আরও কয়েকটি এলাকায় আবাস যোযনার ঘর খতিয়ে দেখেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। তারা কথাও বলেন উপভোক্তাদের সাথে। এদিন কেন্দ্রীয় দুই প্রতিনিধি সদস্যের সাথে উপস্থিত ছিলেন ডোমকলের বিডিও শ্যামসুন্দর মিশ্র সহ আধিকারিকেরা। শুধু তাইই নয়, ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার ঘর, 100 দিনের কাজ, MGNREGA প্রকল্পে পুকুর খনন সহ অন্যান্য যে সমস্ত সরকারি প্রকল্প আছে সেসব বিষয় খতিয়ে দেখেন তারা। তারপর প্রধানের সাথে কথা বলেই তারা বেরিয়ে যান। উল্লেখ্য, 28 জানুয়ারী সন্ধ্যায় ডোমকলের জুড়ানপুর পঞ্চায়েতে আবাস যোজনার তদন্তে আসেন কেন্দ্রীয় তদন্তকারী দল। তবে সেখানে পৌঁছাবার আগেই বিক্ষোভ দেখান স্থানীয়রা। তারপর সেখানে পৌঁছালেও পরে সেখান থেকে বেরিয়ে আসেন। পরের দিন ডোমকলের গড়াইমারি এবং ধূলাউড়ি এলাকা পরিদর্শন করেন। ফের বুধবার সকাল সকাল ঘোড়ামারা পঞ্চায়েত পৌঁছান দুই সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় তদন্তকারী দল।

Leave a Reply

error: Content is protected !!