মানুষকে সচেতন করতে গণেশের মুখে মাস্ক পরালেন পুজো উদ্যোক্তারা

মানুষকে সচেতন করতে গণেশের মুখে মাস্ক পরালেন পুজো উদ্যোক্তারা

 

 

গণেশ চতুর্থী উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও সিউড়ি মসজিদ মোড়ের ব্যবসায়ীরা গণেশ পুজোর আয়োজন করেছেন। তবে এই বছর তারা পুজোর আয়োজনের পাশাপাশি গণেশের মুখে মাস্ক পরালেন। তাদের এমন উদ্যোগের কারণ হলো সাধারণ মানুষকে সচেতন করা। এমনটাই জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।

তাদের দাবি, করোনা এখনো চলে যায়নি। বরং করোনার তৃতীয় ঢেউ নিয়ে শুরু হয়েছে আশঙ্কা। এমত অবস্থায় সাধারণ মানুষদের দেখা যাচ্ছে বাজার ঘাট করতে এসে ও মুখের মাস্ক পরছেন না। তার জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি, যাতে করে মানুষ কিছুটা হলেও সচেতন হোন।

Leave a Reply

error: Content is protected !!