Reported By : Masud Rana
২ রা ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, মুর্শিদাবাদের রানীনগর থানার শ্যামদাসদিয়াড় এলাকায় শাশুড়িকে মেরে ফেলার অভিযোগ উঠল বৌমার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুনজুরা বেওয়া নামের এক বৃদ্ধা মহিলার মৃতদেহ উদ্ধার করা হয় তার নিজের বাড়ি থেকেই। এরপর ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ওই বাড়িতে পৌঁছানোর পর দেখতে পায় মৃত অবস্থায় নিজের ঘরে পড়ে রয়েছেন ওই মহিলা। তার বৌমা রুনা লাইলার বিরুদ্ধে অভিযোগের তীর। শ্বাশুড়িকে গলা টিপে মেরে ফেলেছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার পুলিশ। অভিযুক্ত বৌমা ও ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।