শহরের জনবহুল এলাকায় ফের দুঃসাহসিক চুরির ঘটনা

শহরের জনবহুল এলাকায় ফের দুঃসাহসিক চুরির ঘটনা

Reported By:- News Desk

শহরের জনবহুল এলাকায় ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গেলো গভীর রাতে। স্বাভাবিকভাবে রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার রাতে বহরমপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ইন্দ্রপ্রস্থ এলাকার ঘটনা। ঘরে থাকা লোকজনদের স্প্রে দিয়ে সংজ্ঞাহীন অবস্থায় ফেলে রেখে দুঃসাহসিক ভাবে চুরি করে চম্পট দিলো দুষ্কৃতিরা। বাড়ির প্রত্যেক ঘরের তালা ভেঙে, বাক্স, আলমারি খুলে নগদ বেশকিছু টাকা ও সোনার গয়না নিয়ে গিয়েছে দুষ্কৃতিরা। সকালে কাজের মাসির ডাকে সংজ্ঞা ফিরে পেয়ে সম্পূর্ণ বিষয়টি নজরে পড়ে ঘরে থাকা গৃহবধূ ও তার ছেলের। তাদের বক্তব্য- বিগত ছয় বছর ধরে ওই ঘরে ভাড়া থাকেন তারা। তবে ইতিপূর্বে এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায়নি ওই এলাকায়। পরে স্থানীয় মানুষজনের তৎপরতায় পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে হাজির হয়ে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। স্থানীয়দের বক্তব্য- শহরের জনবহুল এলাকায় দিনে দিন যেভাবে বেড়ে চলেছে দুঃসাহসিক চুরির ঘটনা তাতে রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।

Leave a Reply

error: Content is protected !!