শুরু হচ্ছে হাত সে হাত জোড়ো অভিযান

শুরু হচ্ছে হাত সে হাত জোড়ো অভিযান

Reported By : Masud Rana ৪ ঠা ফেব্রুয়ারি, শনিবার, সারা ভারত কংগ্রেসের সহযোগিতায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে সারা ভারত জুড়ে এই বিশেষ অভিযান শুরু হয়েছে। তার ছায়া পড়েছে মুর্শিদাবাদ জেলার সুতি এক নম্বর ব্লকেও। শুধু এক নম্বর ব্লকের কংগ্রেস সভাপতি তরিকুল আলম আজাদ এর নেতৃত্বে ঐক্যবদ্ধতা এবং একতার লক্ষ্যে সাধারণ মানুষকে বার্তা দিতে এই কর্মসূচি অভিযানের সূচনা হয়েছে। প্রসঙ্গত, সবেমাত্র শেষ হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। চার হাজার কিলোমিটার ; কাশ্মীর থেকে কন্যাকুমারী। দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে সঙ্ঘবদ্ধ করার লক্ষ্যে পথে হেঁটেছেন রাহুল গান্ধী থেকে প্রিয়াঙ্কা গান্ধী। ঠিক একইভাবে মুর্শিদাবাদের কংগ্রেস ঘাঁটিতেও যেমন পালিত হয়েছে ভারত জড়ো যাত্রা তেমন হাত সে হাত জোড়ো যাত্রার সংকল্প নেওয়া হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!