ডোমকল মহকুমা আদালত পরিদর্শনে এলেন  মুর্শিদাবাদ জেলা জজ ভাস্কর ভট্টাচার্য

ডোমকল মহকুমা আদালত পরিদর্শনে এলেন মুর্শিদাবাদ জেলা জজ ভাস্কর ভট্টাচার্য

Reported By : Masud Rana
৫ ই ফেব্রুয়ারি, রবিবার, ডোমকল মহকুমা আদালত পরিদর্শন এলেন মুর্শিদাবাদ জেলা জজ ভাস্কর ভট্টাচার্য সাথে ছিলেন সিজিএম জর্জ অলোকেশ দাস। রবি বার বিকেলে মুর্শিদাবাদের ডোমকল মহকুমা আদালত পরিদর্শন করতে আসেন। জানা গেছে ডোমকল মহকুমা বাসীর কোর্টের কাজের জন্য যেতে হয় বহরমপুর সেই দিক লক্ষ রেখে ডোমকল মহকুমা আদালতের কাজ শুরু হয় সেই কাজ প্রায়ই শেষ মুহূর্তে আর ওই কাজ দেখতে পরি দর্শনে আসেন জেলা জজ সহ সিজিএম জর্জ। এদের সাথে উপস্থিত ছিলেন ডোমকল বার অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন ডোমকল থানার পুলিশ। জেলা জজ বার অ্যাসোসিয়েশন এর সদস্যদের জানিয়েছেন জানিয়েছেন খুব শীঘ্রই চালু হতে চলেছে ডোমকল মহাকম আদালত তারপরেই সেখান থেকে তারা ফিরে যান কি বললেন ডোমকলের আইনজীবী তথা বার অ্যাসোসিয়েশনের সদস্য সন্তু বিশ্বাস।

Leave a Reply

error: Content is protected !!