ডোমকল পৌরসভার সম্পত্তি উধাও, নজর নেই প্রশাসনের।

ডোমকল পৌরসভার সম্পত্তি উধাও, নজর নেই প্রশাসনের।

Reported By:- Masud Rana

ডোমকল পুরসভার সম্পত্তি ব্যাবহার করে একটি রেষ্টুরেন্টে রেলিং এবং সিমেন্টের ব্লক খুলে লাগানোর অভিযোগ উঠল ঐ রেষ্টুরেন্ট মালিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল পৌরসভা ১২ নম্বর ওয়ার্ডের রমনা এতবারনগর এলাকায়। আর ঐ ঘটনায় প্রশ্ন উঠেছে ডোমকল পুরসভা এলাকায়। জানাগেছে, ডোমকল পুরসভা গঠনের পরে তৎকালিন চেয়ারম্যান সৌমিক হোসেন রাস্তার ধার দিয়ে রেলিং এবং সিমেন্টের ব্লক দিয়ে ফুটপাত নির্মান করেন। পরে চেয়ারম্যানের উপর অনস্থা আনলে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান জাফিকুল ইসলাম। তারপরে ঐ ফুটপাতের কাজ অসম্পূর্ণ থাকে। শনিবার সকালে হঠাৎ এক অসাধু রেষ্টুরেন্ট মালিক ডোমকল পৌরসভার রেলিং ও সিমেন্টের ব্লক ভেঙ্গে রেষ্টুরেন্টের সামনে কাজে লাগান। আর ঐ ছবি প্রকাশ্যে আসতেই, রেষ্টুরেন্ট মালিক মহাত্তাদিন সেখ, যদিও তিনি ১৮ নং ওয়ার্ড প্রাক্তন কাউন্সিলর সামিউল ইসলাম ওরফে মার্শালের কাছে অনুমতি নিয়েছেন বলে দাবি করেন।

Leave a Reply

error: Content is protected !!