বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত কেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের মাল পাড়ায় মনসা পূজোকে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শনিবার রাতে আয়োজিত সেই অনুষ্ঠানে কমিটির দুই পক্ষের মধ্যে ঝামেলা বিবাদ হয়। ঝামেলা থেকে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। ঝামেলার সেই ঘটনায় এলাকার তৃণমূল বুথ সভাপতি সুকুমার মাল আহত হন। তাকে এই মুহূর্তে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।