মাঠে থেকে কাজ করে বাড়ি ফেরার সময় বজ্রপাতে মৃত্যু হলো কৃষকের।মৃত কৃষকের নাম বুদিলাল মুর্মু।নবগ্রাম থানার গোপগ্রাম আদারপাড়া ফরেস্ট এলাকার ঘটনা।
সূত্রের খবর ,বুধবার বিকেলের পর নবগ্রামে কিছু এলাকায় বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু।বৃষ্টি দেখে মৃত কৃষক মাঠ থেকে বাড়ি ফিরছিলেন ।সেই সময় বজ্রাঘাতে আহত হয় বুদিলাল মুর্মু।স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে ।নবগ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ।
