নবগ্রাম গণধর্ষণ কান্ডের অন্যতম মূল অভিযুক্ত নয়রুল সেখের বাড়িতে হানা দিল সিবিআই

নবগ্রাম গণধর্ষণ কান্ডের অন্যতম মূল অভিযুক্ত নয়রুল সেখের বাড়িতে হানা দিল সিবিআই

এদিন নবগ্রামের বাগড় গ্রামে পৌঁছায় সিবিআইয়ের টিম।এর আগে তারা নবগ্রামের আছড়া গ্রামে যায় এবং গণধর্ষণ কান্ডের দুই প্রত্যক্ষদর্শী মোজাম্মেল সেখ ও সুরাউদ্দিন সেখকে গাড়িতে করে নিয়ে আসে।এখন নাবালিকা গণধর্ষণ কান্ডের মূল অভিযুক্ত নয়রুল সেখ এবং প্রতক্ষদর্শী মোজাম্মেল সেখ ও সুরাউদ্দিন সেখকে একসঙ্গে বসিয়ে জেরা করা হবে।
উল্লেখ্য,৯ই মে নবগ্রাম থানার রাইনডায় মামার বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিল এক কিশোরী ও তার বান্ধবী।সেই সময় অমৃতকুন্ড এলাকার কাছে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তারও করে পুলিস।গণধর্ষণের রহস্য উদঘাটনের জন্য তদন্ত করছে সিবিআই।

Leave a Reply

error: Content is protected !!