প্রসঙ্গত উল্লেখ্য, বি আর এম জি এস ইউ-এর জারী করা এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, আগামী ২০২৬ সালের মধ্যে রেলওয়ের প্রত্যেক মণ্ডলে 'ভারতীয় রেলওয়ে মাল গোদাম শ্রমিক ইউনিয়ন'-এর সদস্যদের জন্য একটা করে স্বয়ং সম্পূর্ণ হাসপাতাল, সদস্যদের সন্তানদের জন্য বুনিয়াদি স্তর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত বিদ্যালয় তথা সদস্যদের জন্য জন সংযোগ কেন্দ্র স্থাপন করা হবে।