DYFI এর বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশ ও কর্মীসভা

DYFI এর বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশ ও কর্মীসভা

Reported By : Masud Rana
১৬ ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন বা DYFI এর বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশিত হলো কুদবাপুকুর এলাকার কর্মীসভা থেকে। এদিন সকালে DYFI বহরমপুর পূর্ব ব্লক ও শহর লোকাল কমিটির উদ্যোগে রক্তদান শিবির করা হয়, এবং তারপর বিকেলে সেখানেই কর্মীসভা করেন DYFI এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী, পাশাপাশি এদিনের সভা থেকে বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশ করেন DYFI এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। মঞ্চ থেকে রাজ্য ও কেন্দ্র সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন DYFI এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি।

Leave a Reply

error: Content is protected !!