জলঙ্গি ব্লকের ঘোষপাড়া অঞ্চলে ফরাজি পাড়া ও টলটলি মধ্যে যোগাযোগ মাধ্যমের জন্য ব্রিজের কাজ শুরু হলো

জলঙ্গি ব্লকের ঘোষপাড়া অঞ্চলে ফরাজি পাড়া ও টলটলি মধ্যে যোগাযোগ মাধ্যমের জন্য ব্রিজের কাজ শুরু হলো

Reported By:- Masud Rana

দীর্ঘদিনের দাবি মেনে ক্যানেলের উপর দিয়ে ব্রিজের কাজ শুরু হলো জলঙ্গি ব্লকের ঘোষপাড়া অঞ্চলে ফরাজি পাড়া ও টলটলি মধ্যে যোগাযোগ মাধ্যমের জন্য । স্থানীয় জনপ্রতিনিধি রাজদুল ইসলাম জানান ছোটো বেলা থেকে দেখে আসছি পদ্মা নদীর ক্যানেলের দুই পারে সাধারণ মানুষের বসবাস কিন্তু তাদের যোগাযোগ কোনো মাধ্যম ছিল না, সেই কথা মাথায় রেখে ব্রিজ করার উদ্যোগ নিই। পঞ্চায়েতের পক্ষ থেকে ১৫ লক্ষ টাকার ব্যায়ে এই ব্রিজ শুরু হচ্ছে দুই থেকে তিন মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী। এই ব্রিজ হওয়ায় খুশি এলাকার বসবাস কারি মানুষ।

Leave a Reply

error: Content is protected !!