Reported By : তুষার কান্তি খাঁ ১৯ শে ফেব্রুয়ারি, রবিবার, ভগবানগোলায় রক্তের অভাবে কোন রোগী যাতে মারা না যায় তার জন্য সরকারি ব্লাড ব্যাংকে রক্তের যোগান দিল ডি ওয়াই এফ আই।
ভগবানগোলা দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে ১৭ জন যুবতিসহ এদিন রক্ত দিলেন মোট ৭৫ জন রক্তদাতা। সেখানে উপস্থিত ছিলেন যুব নেতৃবৃন্দ।