Reported By : News Desk
২০ শে ফেব্রুয়ারি, সোমবার, হাট বসেছে শুক্রবারে । বকশীগঞ্জের পদ্মা পাড়ে। জিনিসপত্র জুটিয়ে এনে। গ্রামের মানুষ বেঁচে জেনে। বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হাট কবিতার লাইন মনে পড়ে যাচ্ছে পাঁচফোড়নের প্রাঙ্গণে এলে। তবে এই হাট বসেছে বকশীগঞ্জের পদ্মা পারে নয়। এই হাট বসেছে একডালিয়ার সিটিজেন পার্ক প্রাঙ্গনে।