Reported By : Binay Roy
২০ শে ফেব্রুয়ারি, সোমবার, মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে লেগেই আছে ইডি হানা ও আয়কর বিভাগের হানা। আজ বহরমপুর শহরের একটি বস্ত্র প্রতিষ্ঠানে হানা দিয়েছে আয়কর বিভাগ। নীচে শোরুম উপরে বাড়ি। দুপুর একটা নাগাদ আয়কর বিভাগ থেকে হানা দিয়েছে প্রতিষ্ঠানের মালিকের বাড়িতে। এখনো চলছে অভিযান।