২১শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক ভাষা দিবস। বিভিন্ন জায়গার পাশাপাশি এই দিনটি সাড়ম্বরে পালন করা হ'ল মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকেও। ভাষা দিবস উপলক্ষে এদিন সকালে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সমবেত হন জেলা কংগ্রেস নেতৃত্ব সহ বহরমপুর টাউন কংগ্রেসের নেতা কর্মীরা। এই অনুষ্ঠানে ভাষা দিবসের তাৎপর্য বিষয়ে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।