রাজ্যের শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর হাতে আক্রান্ত হয় ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সিপিআইএমের একাধিক কর্মী সমর্থক এমনটাই দাবি তুলে ধিক্কার মিছিল এবং পথসভা করল মুর্শিদাবাদের ডোমকল এরিয়া সিপিআইএম কমিটির কর্মী সমর্থক। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আর তার আগেই এই হামলা এই নিয়ে চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
দুষ্কৃতদের গ্রেফতারের দাবিতে ধিক্কার এবং প্রতিবাদ মিছিল ডোমকল শহরের গলি থেকে রাজপথে। দিনের এই মিছিলে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সিপিআইএম জেলা সম্পাদক জামির মোল্লা ডোমকুল এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান রানা সহ আরো অনেকে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তার না করলে বৃহত্তম আন্দোলনের পথে নামবে বলে জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব।