Reported By : তুষার কান্তি খান
২১শে ফেব্রুয়ারি, মঙ্গলবার, নবগ্রামে বকেয়া মহার্ঘ ভাতা ও মহার্ঘ্ রিলিফ প্রদান, স্বচ্ছতার সাথে শূন্য পদে নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, মিড ডে মিলের দায়িত্ব থেকে শিক্ষকদের অব্যাহতি প্রভৃতি দাবিতে আজ নবগ্রাম এস আই অফিসে বিক্ষোভ সভায় সামিল হলো এ বি পি টি এ নবগ্রাম পশ্চিম চক্রের সদস্যরা। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা সমর প্রামানিক সহ আরো অনেকে। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা শ্যামল ঘোষ, আলিউল কবীর। আর সভাপতিত্ব করেন পলাশ কর্মকার।