দারুল উলুম দেওবন্দের তত্ত্বাবধানে পরিচালিত রাবেতায়ে মাদারিসে ইসলামীয়া আরাবিয়া বোর্ডের পশ্চিমবঙ্গ শাখার বার্ষিক পরীক্ষা সম্পন্ন হলো বৃহস্পতিবার। গত ২৭ ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছিল এই পরীক্ষা।
এবছর পশ্চিমবঙ্গের ১১৪৮ মাদ্রাসার ১৫ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। মুর্শিদাবাদ জেলার প্রায় ৮০ টি মাদ্রাসার সেন্টার হয়েছিল বেলডাঙা সরুলিয়া মাদ্রাসা, চন্দ্রহাট ইলিবাসিয়া মাদ্রাসা ও গোধনপাড়া মাদ্রাসায়।
মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামার সহ সম্পাদক ও জামিয়া ইসলামিয়া আরাবিয়া গোধনপাড়া মাদ্রাসার সেক্রেটারি মাওলানা নিজামুদ্দীন বিশ্বাস জানিয়েছেন যে, ১৬ টি মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে গোধনপাড়া মাদ্রাসায়। পরীক্ষার্থীরা খুব সুন্দর ভাবে পরীক্ষা দিয়েছে এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল মাদ্রাসার পক্ষ থেকে।