Skip to content
আজ সাগরদীঘি বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা

আজ সাগরদীঘি বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা

Reported By : Binay Roy
২রা মার্চ, বৃহস্পতিবার , সাগরদীঘি বিধানসভার উপনির্বাচনের আজ ফলাফল ঘোষণা হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। সাগরদীঘি কামদা কিঙ্কর স্মৃতি মহাবিদ্যালয় কাউন্টিং সেন্টার করা হয়েছে। স্বাভাবিক ভাবে আজ সকাল থেকে কাউন্টিং ঘেরা রয়েছে আঁটোসাটো নিরাপত্তার চাদরে। কাউন্টিং সেন্টারের ২০০ মিটারের মধ্যে কোনো জমায়েত করা যাবেনা- জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। যেহেতু আর সামান্য সময়ের অপেক্ষা, তাই এই মুহুর্তে টানটান উত্তেজনা রয়েছে এলাকায় ভোট গননাকে কেন্দ্র করে। শুধুমাত্র দলীয় প্রার্থী বা রাজনৈতিক দলের মধ্যেই নয়, উত্তেজনা রয়েছে এলাকার জনসাধারণের মধ্যেও। জেলা তথ্য সংস্কৃতি দপ্তর সূত্রে পাওয়া তথ্য অনুসারে সাগরদীঘি বিধানসভা কেন্দ্রে মোট ভোট পড়েছে ১ লক্ষ ৮৫ হাজার। তার মধ্যে মহিলা ভোট পড়েছে ৯৯ হাজার ৪৫৮ টি ও পুরুষ ভোট রয়েছে ৮৫ হাজার ৫৫৪টি। প্রসঙ্গত উল্লেখ্য- সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন, তাই তার আগে সাগরদীঘি বিধানসভার এই উপনির্বাচন এককথায় পাখির চোখ হিসেবেই রয়েছে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে। সব মিলিয়ে আজ এই নির্বাচনের ফলাফলের দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন সকলেই।

Leave a Reply

error: Content is protected !!