Skip to content
জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার হল এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ

জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার হল এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ

Reported By : Binay Roy
২রা মার্চ, বৃহস্পতিবার, বহরমপুর থানার উত্তরপাড়া মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের ধার থেকে সাত সকালে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হ'ল এক ব্যক্তির মৃতদেহ। জানা গিয়েছে- ঘটনায় মৃত ব্যক্তি ডোমকল থানার পানিপিয়া এলাকার বাসিন্দা। আজ সকালে বহরমপুরের বাজারে রসুন বিক্রি এলে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অনুমান- জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। আজ সকালে স্থানীয় মানুষজন জাতীয় সড়কের ধারে ক্ষতবিক্ষত অবস্থায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। তবে কোন গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির বিষয়টি এখনও পর্যন্ত রয়েছে ধোঁয়াশায়।

Leave a Reply

error: Content is protected !!