Reported By : Binay Roy
৪ ঠা মার্চ, শনিবার, বহরমপুরে কৌস্তব বাগচীকে গ্রেফতারের প্রতিবাদে ও প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে তৃণমূল নেত্রীর কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠলো মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। শনিবার দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হ'ল কংগ্রেস দলের পক্ষ থেকে। মিছিলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস তথা বহরমপুর টাউন কংগ্রেসের নেতা, কর্মী ও সমর্থকরা। এদিন দুপুরে জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে কংগ্রেসের এই প্রতিবাদ মিছিল পরিক্রমা করে সারা বহরমপুর শহর। সম্প্রতি সাগরদীঘি বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের পরাজয় স্বীকার করতে না পারার জন্য তৃণমূল নেত্রীর মতিভ্রম হয়েছে বলে মন্তব্য করলেন বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী।