Reported By : News Desk
৬ ই মার্চ , সোমবার , সুভাষগ্রামে আয়োজিত হল ফুটবল উৎসব হাজির মন্ত্রী থেকে বিধায়কঃ আজ সুভাষগ্রাম রেল ময়দানে পল্লী মঙ্গল সমিতি ক্লাব আয়োজিত হল ফুটবল বল উৎসবের ফাইনাল ম্যাচ এদিন এই উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান এবং সোনারপুর দক্ষিনের বিধায়ক অরুন্ধতী মৈত্র,প্রাক্রন ফুটবলার সুব্রত পাল এছাড়া ও উপস্থিত ছিলেন স্থানীয় একুশ নং ওয়ার্ডের পৌরপিতা মিলন সরকার ও ঐ ওয়ার্ডের সভাপতি অভিজিৎ রায়।