Reported By : Masud Rana
৬ ই মার্চ , সোমবার , গোয়াস কিষাণ মান্ডিতে সাইকেল দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। জানা যায় আজ ক্লাস নাইনের ছাত্র ছাত্রীদের সাইকেল বিতরণ হচ্ছিল, আর আগেকার ফিটিং হওয়া সাইকেল দেয়া হচ্ছিল, আগেকার ওই সাইকেল নিতে নারাজ ছাত্রছাত্রীরা। ছাত্র-ছাত্রীরা জানাই তাদেরকে ফিটিং করে সাইকেল দিতে হবে, আর সাইকেল না দেয়া হলে তারা আগেকার ফিটিং করা সাইকেল নেবেনা, আর তার জেরে উত্তেজনা সৃষ্টি হয় গোয়াশ কিষান মান্ডিতে। পরবর্তীতে সাইকেল ফিটিং করে দেয়,তাতে খুশি ছাত্রছাত্রীরা।