সোমবার সকালে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত ভবানীপুর মাঠপাড়া এলাকায় সরকারী গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মটর বাইক আরোহীর। পুলিশ জানিয়েছে মৃতের নাম নাশাই সেখ, বাড়ি কান্দি থানার অন্তর্গত গোকর্ণ চাটরা গ্রামে। এই ঘটনার জেরে ক্ষিপ্ত জনতা সরকারী গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরবর্তীতে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।