Skip to content
নারী দিবসে সকল নারীদের সাবলম্বি হওয়ার বার্তা দিলেন পদ্মশ্রী প্রাপক প্রীতিকনা গোস্বামী

নারী দিবসে সকল নারীদের সাবলম্বি হওয়ার বার্তা দিলেন পদ্মশ্রী প্রাপক প্রীতিকনা গোস্বামী

Reported By : News Desk
১১ ই মার্চ , শনিবার , নারী দিবসে সকল নারীদের সাবলম্বি হওয়ার বার্তা দিলেন সোনারপুরের পদ্মশ্রী প্রাপক প্রীতিকনা গোস্বামীঃ আজ আন্তর্জাতিক নারী দিবস আর সেই উপলক্ষ্যে আমাদের মুখোমুখি হয়েছিলেন সোনারপুরের পদ্মশ্রী প্রাপক প্রীতিকণা গোস্বামী। তিনি বলেন সমাজে সকল নারীর উচিত নিজে সাবলম্বি হয়ে এগিয়ে চলা। যাতে সে কারো মুখাপেক্ষী না হয়। প্রসঙ্গত বলে রাখা ভালো এবছর তার সেলাইয়ের কাজের জন‍্য ভারত সরকার তাকে পদ্মশ্রী সন্মানে সন্মানিত করছে। এদিন তিনি নিজের কাজ সম্পর্কে বলতে গিয়ে বলেন ছোটবেলা থেকে সেলাইয়ের প্রতি তার টান ছিল অগাধ বিশেষ করে নক্সিকাথার কাজ করতে তার খুব ভালো লাগত তার ফলসরুপ আজ এই সন্মান। সমাজে নারীদের সাবলম্বি করে তুলতে তিনি নিজেও সেলাই প্রশিক্ষণ দেন।

Leave a Reply

error: Content is protected !!