Skip to content
বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু

বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু

Reported By : Binay Roy
১১ ই মার্চ , শনিবার , মুর্শিদাবাদের নওদা থানার মধুপুর এলাকাতে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল দুই। বৃহস্পতিবার রাতে মধুপুরের-ডাঙ্গাপাড়া এলাকার একটি মাঠে বসে বোমা তৈরী করছিলেন কয়েকজন ব্যক্তি। সেই সময়ে হঠাৎই প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বোমা বিস্ফোরণের ঘটনাতে গুরুতর আহত হন মিরজুল শেখ (৫০) এবং কাবিজুল শেখ (৫২) নামে দুই ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হলে শুক্রবার সকালে হাসপাতালে মারা যান মিরজুল শেখ। শনিবার সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে মৃত্যু হয় অপর আহত কাবিজুল শেখের। তার বাড়ির নওদা থানার মাঠপাড়া এলাকাতে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত কাবিজুলের বিরুদ্ধে নওদা ছাড়াও মুর্শিদাবাদের একাধিক থানাতে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকাতে অস্ত্র কারবারি হিসেবে পরিচিত ছিল কাবিজুল।

Leave a Reply

error: Content is protected !!