Skip to content
বোল্ড লুকে হাজির মধুমিতা !

বোল্ড লুকে হাজির মধুমিতা !

Reported By : News Desk
মধুমিতা সরকার (Madhumita Sarcar)-কে একরকম ‘এসভিএফ কন্যা’-ই বলা যায়। কারণ সাধারণতঃ তাঁকে এসভিএফ-এর প্রোজেক্টেই দেখা যায়। অভিনেত্রী হিসাবে একটি দক্ষিণী ফিল্ম ছাড়া অন্য কোথাও অভিনয় করতে দেখা যায়নি তাঁকে। সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট মনোযোগী মধুমিতা। হাজার সমালোচনা সত্ত্বেও ছবি শেয়ারিং থেকে বিরত থাকেন না তিনি। সম্প্রতি ইন্সটাগ্রামে মধুমিতা আরও কিছু ছবি শেয়ার করেছেন যেগুলি ভাইরাল হয়েছে। অনেকের মতে, অভিনয় পারেন না ফলেই শরীর প্রদর্শন করে নিজের প্রচারে ব্যস্ত মধুমিতা। অনেকে আবার এই ধরনের অশ্লীল কটাক্ষের বিরোধিতা করেছেন। মধুমিতার অনুরাগীদের অনেকেই তাঁর ছবির প্রশংসা করেছেন। অনেকে মধুমিতাকে জিজ্ঞাসা করেছেন তাঁর আপকামিং প্রোজেক্টের ব্যাপারে। মধুমিতাকে শেষবার দেখা গিয়েছিল বাংলা ফিল্ম ‘দিলখুশ’-এ যা বক্স অফিসে সফল হয়নি। আগামী দিনে হইচই-এর ওয়েব সিরিজ ‘শ্রীকান্ত 2’-তে তাঁকে দেখা যাবে অভয়ার চরিত্রে।

Leave a Reply

error: Content is protected !!