সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর উপর নানা রকমের হুমকি আসছে বলে জানিয়েছেন অধীর চৌধুরী

সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর উপর নানা রকমের হুমকি আসছে বলে জানিয়েছেন অধীর চৌধুরী

 

বিজেপি রাজ্য সভাপতি পরিবর্তনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছে, সর্ব ভারতীয় বিজেপি পার্টি পশ্চিমবঙ্গে বেশ কিছু আসন তারা পেয়েছে তাই তাদের মনে হয়েছে রাজ্য সভাপতি পরিবর্তন করা প্রয়োজন তাই বিজেপি পার্টি তাদের রাজ্য সভাপতি পরিবর্তন করেছেন৷ এটা অন্য পার্টির ব্যাপারে সেখানে তার মতামতের প্রয়োজন নেই বলেই জানিয়েছেন তিনি।

সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর উপর নানা রকমের হুমকি আসছে বলে জানিয়েছেন অধীর চৌধুরী। এদিন অধীর বাবু বলেন, অবশেষে সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী জৈদুর রহমান কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন, তার পর থেকেই শাসক দলের পক্ষ থেকে নানা রকমের হুমকির খবর আসছে। এমনকি কংগ্রেস প্রার্থী ভয়ে কোলকাতায় রয়েছেন বলে জানা গিয়েছে, এদিন অধীর বাবু বলেন, জৈদুরের দাদা যিনি শাসক দলের এমপি এমনকি তৃণমূল জেলা সভাপতি তিনিও তার ভাইকে প্রার্থী করার জন্য অনুরোধ করেছিলেন। আমরা হারি আর জিতি সেটা বড় কথা নয় তবে আমাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিন বাংলার মুখ্যমন্ত্রী।

Leave a Reply

error: Content is protected !!