এই সোসাইটি ইতিমধ্যেই প্রাকৃতিক দুর্যোগে, ঝড়, বন্যা, অগ্নিকাণ্ডে,লকডাউনের সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী বিতরণ, পরিবারের দৈনন্দিন প্রয়োজনীয় রন্ধন সামগ্ৰী, বিছানা, মশারি, নতুন বাড়ি তৈরি করতে আর্থিকভাবে ও শ্রম দিয়ে সহায়তা করেছেন । শারদোৎসব এর সময়ে, শীতকালীন সময়ে নতুন বস্ত্র, শীতকালীন পোষাক,কম্বল,ব্ল্যাঙ্কেট বিতরণ করে আসছে নিজেদের আর্থিক সামর্থে্। বিভিন্ন মেলা - র অনুষ্ঠান স্থলে মেডিকেল শিবির করে চলেছে।
এবার এই সোসাইটির সদস্য-সদস্যরা এগিয়ে এলো এক মেধাবী দুঃস্থ ছাত্রীর আর্থিক সমস্যায় পড়াশোনা বন্ধের সমস্যা সমাধানে।
কয়েক দিন আগেই ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। পরবর্তী শিক্ষা বর্ষের পরীক্ষার্থীরা যখন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষার, সেই সময়েই হাওড়া সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন (গার্লস ) স্কুলের ছাত্রী ও রামরাজাতলা নিবাসী অনামিকা ঘোষাল - র পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। পিতৃহীন অনামিকা -র মা সামান্য কাজ করে সংসার চালিয়ে মেয়ের পড়াশোনার খরচ এতদিন চালিয়ে আসছিল।ধার - দেনা করে স্কুলের ভর্তি করার টাকা যোগাড় করলেও বই, পড়াশোনা করার জন্য আনুষঙ্গিক শিক্ষা সামগ্রী কেনা, রেজিস্ট্রেশন ফ্রী কোনোটাই আর যোগাড় করে উঠতে পারছিলেন না অনামিকা - র মা।সংসার ও মেয়ের শোনা চালানোর জন্য বিভিন্ন জনের কাছ থেকে ধার করতে হয়েছিল। একদিকে ধারের টাকা অন্য দিকে মেধাবী মেয়ের ভবিষ্যৎ ! কি করবেন যখন বুঝে উঠতে পারছিলেন না তখন যোগাযোগ করেন ' আমতা জনপ্রিয় সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ' -র একনিষ্ঠ সদস্যা সুস্মিতা মন্ডল এর সঙ্গে। তিনি সুস্মিতা কে সমস্ত বিষয়টা জানান।সব কিছু শোনার পর ' আমতা জনপ্রিয় সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি -র পক্ষ থেকে অনামিকা -র স্কুলের ভর্তি ফ্রী, রেজিস্ট্রেশন ফ্রী,সমস্ত পাঠ্যপুস্তক, আনুষঙ্গিক শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
সোসাইটির পক্ষ থেকে সতনু,মিলন মাখাল, বিশ্বজিৎ ধাড়া, অভিজিৎ কোলে,সেখ আনিসুর রহমান,মাধব বর, বিপাশা দত্ত,বিট্টু পাখিরা, হিমাংশু মালিক,প্রদীপ্ত,রিঙ্কা সহ আরও অনেক সদস্য -সদস্যারা জানালেন আগামী দিনে সোসাইটির সদস্য -সদস্যা সহ আর্ত মানুষদের আপৎকালীন আর্থিক সহায়তা করার জন্য ' আপৎকালীন ফান্ড ' তৈরীর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।