Reported By : Binay Roy
১৩ ই মার্চ , সোমবার , পঞ্চায়েত ভোটের আগে আবারো ভাঙ্গন শাসক দলে। যোগদান বিজেপিতে। রবিবার জেলা বিজেপি কার্যালয়ে মুর্শিদাবাদ বিধানসভা থেকে ১০০ জন তৃণমূল কর্মী তারা যোগদান করলেন বিজেপিতে। সংখ্যালঘু মোর্চার সভাপতি রফিক আলী শেখ জানান, তারা কর্মীদের নিতে চান । বিধায়ক নয় মেম্বার নয় তৃণমূলের বিধায়ক মানেই চোর তাই কর্মীর উপরে ভরসা রাখলেন সংখ্যালঘু মোর্চার সভাপতি। তিনি আরো জানান , আগামী দিনে পঞ্চায়েত ভোটে ভালো রেজাল্ট হবে বলে আশাবাদী।