মধুমিতা সরকার (Madhumita Sarcar) আপাতত ব্যস্ত হয়ে পড়েছেন তাঁর আপকামিং ফিল্ম ‘চিনি 2’-এর শুটিং নিয়ে। 14 ই মার্চ এই ফিল্মের শুভ মহরতের দিন তিনি সকলের সাথে শেয়ার করেছেন ‘চিনি 2’-এর মোশন পোস্টার। কিন্তু তারও আগে সোমবার তিনি ভোলেননি তাঁর ‘মিরচি মিউজিক অ্যাওয়ার্ডস’-এর লুক ইন্সটাগ্রামে শেয়ার করতে। তবে একটু দেরি হয়ে গিয়েছে। অনুষ্ঠানটি ছিল গত শনিবার। অনুষ্ঠানের একদিন পরে নিজের লুক শেয়ার করেছেন মধুমিতা।