Reported By : Binay Roy
১৫ ই মার্চ , বুধবার , দিদির সুরক্ষা কবচ প্রকল্পের কাজে বহরমপুর লাগোয়া ভাকুড়ি ১ পঞ্চায়েত ঘুরে দেখলেন বহরমপুর বিধানসভার কনভেনার নাড়ুগোপাল মুখার্জি সহ অন্যান্যরা। নাড়ুগোপাল মুখার্জির দাবি, নির্বাচন সামনে বলে নয়, সাধারণ মানুষের সঙ্গে আমরা সারা বছর থাকি। এই পঞ্চায়েতে অনেক কাজ করা হয়েছে। তবু মানুষের চাহিদা বা সমস্যার কথা শুনতে আজকে আমরা দরজায় দরজায় ঘুরছি। সমস্যা থাকলে সমাধান করতে হবে। এদিকে পানীয়জলের সমস্যা রয়েছে। তাই ইতিমধ্যেই গঙ্গা থেকে পাইপ লাইনের মাধ্যমে পরিশোধিত জল দেওয়ার চেষ্টা চলছে। আমরা মানুষের জন্য কাজ করি রং মেখে টিভিতে বসে বাজে বকি না।