মুর্শিদাবাদের সাগরপাড়া থানার হরেকৃষ্ণপুর মধ্যপাড়া এলাকায় ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাড়ির পেছনে পুকুরের ধারে একটি ঝোপের ভিতর নাইলন ব্যাগে সকেট বোমা রাখা ছিল। গতকাল বুধবার গ্রামবাসীরা কাজে যাওয়ার সময় বোমার ব্যাগ দেখতে পায়। তারপর পুলিশকে খবর দিলে পুলিশ সারারাত বোমা ঘিরে রাখে। আজ ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল টিম পৌছায়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।